গাংনীর কাজীপুরে অগ্নিকান্ডে ৪ টি বসতবাড়ি ভস্মীভূত। ১০ লক্ষাধিক টাকার ক্ষতি
এম এ লিংকন জেলা প্রতিনিধি মেহেরপুর :
মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তি কাজীপুর গ্রামে বৈদ্যুতিক শটসার্কিটের অগ্নিকান্ডে 3 টি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। পরিবারের দাবি ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন।
আজ শুক্রবার দুপুর পৌণে ১ টার সময় কাজীপুর গোলাম বাজার এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গোলাম বাজার এলাকার ফয়েজউদ্দীনের ছেলে আবেদ আলী ও জমশেদ আলী ও প্রতিবেশী আব্দুর রাজ্জাক ও সালামের বাড়িতে অগ্নিকান্ডে ঘরে রাখা নগদ টাকা ,ধান- ভুট্টা,মসুর, আসবাবপত্রসহ মালামাল পুড়ে ছাই হয়।জুম্মার নামাজের সময় অগ্নিকান্ডের ঘটনায় প্রতিবেশীরা যথাসময়ে আগুন নেভাতে হিমসিম খেতে হয়েছে।
জমশেদের বড় ভাই উমেদ আলী (সাবেক সেনা সদস্য) জানান, দুপুরের দিকে জমশেদের বাড়ির বৈদ্যুতিক মোটর লাইন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পর্যায়ক্রমে বসতঘর, খড়িরঘর, গোয়াল ঘরসহ ভূষির ঘরে আগুন লাগে। এসময় পুরো ঘরে আগুন লেগে ঘরের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এক পর্যায়ে ওই আগুন প্রতিবেশী আব্দুর রাজ্জাক ও সালামের বসত ঘরে ছড়িয়ে পড়ে।এতে আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। এসময় খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিসের একটিদল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বামন্দী ফায়ার স্টেশনের ইনচার্জ (ভারপ্রাপ্ত)শাহজাহান আলী জানান,খবর পেয়ে আমাদের সদস্যগন অগ্নিকান্ডের ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে তার আগেই বাড়িসহ সবকিছু পুড়ে ভস্মীভূত হয়েছে। পার্শ্ববর্তী বাড়িতে আগুন লাগলেও তা দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানা গেছে, সব মিলে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারী সহায়তার আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারের লেঅকজন।